<!DOCTYPE html>
<html>
<head>
<meta http-equiv="CONTENT-TYPE" content="text/html; charset=UTF-8">
<title>Hello, World!</title>
</head>
<body>
<table border="1px sold black">
<tr>
<th>NAME</th>
<th>ROLL</th>
<th> Session </th>
</tr>
<tr>
<td>Habib</td>
<td>1</td>
<td>2019</td>
</tr>
</table>
</body>
</html>
এখানে table ট্যাগের ভিতর ট্যাবল লিখা হয়। tr ট্যাগ দ্বারা টেবিল রো বুঝায় অর্থাৎ একটা ক্লাস চিন্তা করি সেখানে ৫ টা বেন্চ আছে এখানে এক একটা বেন্চ হলো রো আর প্রতি বেঞ্চে ৩ জন বসা যায় অর্থাৎ লম্বা লম্বি এই তিনটি সিট হলো কলাম।th দ্বারা টেবিল হেডার বুঝায় অর্থাৎ এটা দ্বারা টেবীলের হেডার লিখা হয়। তারপর td দ্বারা টেবিলের ডাটা রাখা হয় হেডারের আন্ডারে।মনে রাখবেন হেডার থেকে ডাটার সংখ্যা বেশি হবে না। আর table tag প্রথমে border লিখছি এটা দ্বারা টেবিল বর্ডার বুঝায় অর্থাৎ সম্পূর্ণ টেবিলের পাশে যে স্কিল টানা দাগ আসচে তা এটা লিখার জন্য আসছে ুটা না লিখলে আসতো না।আপনি চাইলে দাগ মোটা বা চিকন করতে পারবেন px বাড়ীয়ে কমিয়ে,আবার কলার পরীবর্তন করতে পারবেন