প্রকৃতির বিস্ময় ১


এই জায়গাটিকে RIDGE POINT বলা হয়। এটি কর্ণাটক রাজ্যের হাসান জেলায় অবস্থিত। এখানে বৃষ্টির পানি পশ্চিম দিকে পড়লে তা নেত্রাবতী নদী হয়ে আরব সাগরে মিশে যাবে। এটি পূর্ব দিকে পড়লে হেমাবতী নদী হয়ে বঙ্গোপসাগরে মিলিত হবে। প্রকৃতির বিস্ময়।