HTML (Part-01)
আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো HTML নিয়ে।
![]() |
html |
HTML জানার আগে আমরা আগে জেনে নেই HTML দ্বিয়ে কী বুঝায়। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যাবহার করি কিন্ত মেশিন তো আর আমাদের ভাষা বুঝবে না, মেশিনকে আমাদের ভাষা বুঝানোর জন্য তার ভাষায় তাকে আমাদের ভাষা বুঝাতে হবে।মেশিন ভাষা হলো বাইনারি ভাষা অর্থাৎ 0,1 ও আ্যসেম্বলি ভাষা মেশিন ভাষা মানুষের জন্য বুঝা অনেক কষ্টকর মানুষের কষ্ট হ্রাস করার জন্য কম্পিউটার বিজ্ঞানীরা নতুন এক প্রকার ভাষা নিয়ে আসচে যা মানুষের ভাষার মতো এবং ইংরেজিতে লিখা যায়। উক্ত আবিস্কৃত ভাষাকে বলে High level language অর্থাৎ মানুষ এই ভাষা সহজে বুঝতে পারে, এবং ঝামেলা ছাড়া মানুষ তার মনের কথা প্রকাশ করতে পারে। এই হাই লেভেল লেঙ্গুয়েজকে কোন রকম পরিবর্তন ছাড়া অনুবাদকের সাহায্য মেশিন ভাষায় লিখা হয়।
১।কম্পাইলার
২।আ্যসেম্বলার
৩।ইন্টারপ্রিটর
HTML হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনি চাচ্ছেন একটা ওয়েব সাইট বানাতে কিন্ত আপনি বললে তো বা আপনার ইচ্ছে মতো তো আর অটোমেটিকলি ওয়েব সাইট হয়ে যাবেনা সবকিছুর একটা নিয়ম আছে ঐ নিয়ম মেনেই কাজ করতে হয়।ওয়েব সাইট তৈরি করার জন্য এই নিয়মটা হলো HTML, HTML ছাড়া আপনি ওয়েব সাইটে কিছু লিখতে পারবেন না।ওয়েব সাইটের বেসিক ল্যাগুয়েজ হলো HTML। HTML পূর্ণরুপ হলো Hypertext Markup Language (এটি পোগ্রামিং ল্যাংগুয়েজ না কারণ এটিতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সকল বৈশিষ্ট্য নেই)
HTML কীভাবে লিখবেন ওয়েব সাইটে?? অথবা HTML সিনটেক্স অথবা FORMAT OF HTML.
HTML লিখার জন্য সবার প্রথম কম্পিউটারে আপনাকে একটি ফাইল বানাতে হবে এটার নাম দীয়ে সবার শেষে .html তারপর উক্ত ফাইলটি কোন কোড এডিটর দ্বারা ওপেন করতে হবে কম্পিউটারে থাকা নোটপেড( বেসিক কোড এডিটর ওপেন করবেন) অর্থাৎ যে পাইলটা তৈরি করছেন ঐ ফাইলে মাউজ ক্লিক করে Open with গিয়ে open with note pad দীয়ে তৈরিকৃত ফাইল ওপেন করবেন তারপর আপনি আপনার HTML কোড লিখবেন উক্ত ওপেন হওয়া ফাইল টিতে।
চলুন দেখে নেই কীভাবে HTML লিখবেন।
<html>
<head>
<title>BASIC HTML</title>
</head>
<body>
</body>
</html>
উপরে HTML এর বেসিক ফরমেট দেওয়া আছে। অর্থাৎ
HTML লিখতে হলে উপরের ফরমেটে লিখতে হবে।
সবার উপর দেখেন লিখা আছে <!DOCTYPE html> এটা লিখা হয় অনুবাদক যন্ত্রকে কে বুঝানোর জন্য আপনার লিখা কোড টা HTML কোর্ড।
HTML Tag (ট্যাগ কী)?
এর পরের ট্যাগটি হলো <title> এখানে আপনি আপনার ওয়েব সাইট টাইটেল দীবেন </title> এর পরের ট্যাগ হলো <body> </body> ট্যাগ । এই ট্যাগের ভিতর মেইন এইচটিএমএল লিখা হয় অর্থাৎ ওয়েব সাইটের স্ট্রাকচার এবং যাবতীয় সকল কিছু এখানে লিখা হয়।