বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির জেলা সমূহ।। Various category district in Bangladesh


 

বাংলাদেশ সরকার   দাপ্তরিক চিহ্ন
ছবি:মো:হাবিবুর রহমান


বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির জেলা সমূহ

 



বাংলাদেশ সরকার একটি জেলার অধীনে উপজেলার উপর নির্ভর করে বাংলাদেশে অবস্থিত ৬৪ জেলাকে ভিবিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে।অর্থাৎ বাংলাদেশে ৬৪ জেলায় অবস্হিত জেলা গুলোকে এ,বি,সি এবং বিশেষ ক্যাটাগরিতে ভাগ করেছে।


এ ক্যাটাগরি:


যে সকল জেলার অধীনে ৮ এর অধিক উপজেলা অবস্হিত ঐ সকল জেলা এ ক্যাটাগরি জেলা অন্তর্ভুক্ত ।


এ ক্যাটাগরি জেলা সমূহ(মোট ২৬ টি)।


কিশোরগঞ্জ, টাঙ্গাইল,ফরিদপুর , কুমিল্লা, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার , বগুড়া, নওগাঁ, পাবনা সিরাজগঞ্জ , দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, বাগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার, নেত্রকোনা।


বি ক্যাটগরি জেলা সমূহ:


পাঁচ থেকে সাতটি উপজেলা থাকা জেলা বি ক্যাটগরি জেলা অন্তর্ভুক্ত।

মোট ২৬ টি বি ক্যাটাগরি জেলা আছে।

বি ক্যাটাগরির জেলা সমূহ:


বান্দরবান, ফেনী, লক্ষ্মীপুর , মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ রাজবাড়ী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ঠাকুরগাঁও , সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, বরগুনা , জামালপুর, শেরপুর ।

সি ক্যাটাগরির জেলা সমূহ:


পাঁচটির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেয়া হয়েছে।

মোট ছয়টি সি ক্যাটাগরি উপজেলা আছে।

সি ক্যাটাগরি উপজেলা সমূহ


মাদারীপুর, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝালকাঠি, চুয়াডাঙ্গা



বিশেষ ক্যাটাগরি জেলা সমূহ:


এছাড়া ছয়টি জেলাকে বিশেষ জেলা স্বিকৃতি দীয়েছে বাংলাদেশ সরকার।

বিশেষ জেলা সমূহ তালিকা


ঢাকা জেলা,গাজীপুর জেলা,চট্রগ্রাম জেলা, রাজশাহী জেলা,খুলনা জেলা,ময়মনসিংহ জেলা।