পাস বুক কী??
পাস বুক হলো ব্যাংক কে একাউন্ট খোলার সময় ব্যাংক থেকে একটা বই দেয় ঐ বইটা,যেখানে গ্রাহকের একাউন্টের বিস্তারিত লিখা থাকে অর্থাৎ গ্রাহকের সকল লেনদেন এই বইতে লিখা থাকে,গ্রাহকের জমা উওোলন সবকিছু তারীখ সহ বিস্তারিত লিখা থাকে।গ্রাহক টাকা জমা দীলে কিংবা টাকা উওোলন করলে সঙ্গে সঙ্গে ব্যাংককে তার তথ্য আপডেট হয়ে যায় কিন্তু গ্রাহকের পাস বুকে তথ্য আপডেট হয় না। গ্রাহককে তার পাস বুক নিয়ে ব্যাংককে যেতে হয় তখন ব্যাংক কের স্টাপরা তার তথ্য আপডেট করে দেয়।আগে এই তথ্য গুলো হাতে আপডেট করা হতো কিন্তু এখন ব্যাংক কম্পিউটারের মাধ্যমে আপডেট করে।
![]() |
পাস বুক।।Pass book |
![]() |
পাস বুক ভিতরের তথ্য |
ব্যাংক স্ট্যাটমেন্ট কী?
ব্যাংক স্ট্যাটমেন্ট হলো একটা নির্দিষ্ট সময় থেকে অপর একটী সময় পর্যন্ত ব্যাংক কে সংগঠিত লেনদেন গুলো বীবরণি।ব্যাংক স্ট্যাটমেন্ট তৈরি করা হয় পূর্ববর্তী ব্যাংক স্ট্যাটমেন্টের তরিখের পরবর্তী সময়ের জন্য।
![]() |
ব্যাংক স্টেটমেন্ট।। Bank statement |
ব্যাংক স্টাটমেন্ট এবং পাসবুকের পার্থক্য ।
পাস বুকে তথ্য হলো পারমানেন্ট অর্থাৎ যা লেনদেন ঘটছে গ্রাহকের হিসাবে সকল লেনদেন। আর ব্যাংক স্ট্যেটমেন্ট নির্দিষ্ট সময়ের জন্য তৈরি করা।