মুনাফাবিহিন বিক্রয় জাবেদা



 মুনাফা বিহিন বিক্রয় জাবেদা সাধারণত দুই ভাবে দেওয়া যায়

১.

নগদান হিসাব

     ক্রয় হিসাব

(এই ক্ষেত্রে যেহেতু কোন লাভ হয় নাই প্রতিষ্ঠানের তাই  এটা হিসাব ভুক্ত হয় না বা কোন প্রভাব পেলায় না, অর্থাৎ যা দীয়ে কিনছি তা দীয়ে বিক্রি করছি অর্থাৎ একবার নগদ কমছে যা কমছে তা আবার বাড়ছে সেইম টাকা তাই এটা তেমন প্রভাব পড়ে না হিসাবের বইতে, এইক্ষেত্রে  বিক্রয় মূল্য = ক্রয়মূল্য।)


২.

ক)    নগদান হি

                    বিক্রয় হি.

খ)

       বিক্রিত পণ্যের ব্যায় হি.

                   ক্রয় হি.

(এই ক্ষেত্রে নরমালি প্রথম বিক্রয় জাবেদা হয় এরপর সমন্বয় ক্রয় কমানো হয়)


*** Corporate হিসাববিজ্ঞান কাজ করে মূলত লাভ ক্ষতি নিয়ে, এখন উপরক্ত লেনদেনে কোন লাভ হয় নাই ক্ষতি ও হয় নাই  তাই ক্রয় কমিয়ে বা ডেবিট করে দেখানো হইছে হিসাব সুবিধার্থে