নাগলিঙ্গম ফুল


 

নাগলিঙ্গম ফুল;ছবি মো হাবিবুর রহমান 


বন্ধুদের নিয়ে রমনাপার্কে হাটতে ছিলাম হটাৎ এই ফুল টা দেখলাম গাছের নিচে পড়ে আছে তখন হাতে নিয়ে পিক তুলে নিলাম।ফুলের গ্রাণটা অনেক সুন্দর এবং দেখতেও। পড়ে ইন্টারনেটে সার্চ দীয়ে দেখলাম এইটার নাম নাগলিঙ্গম ফুল অনেকে এটাকে বলে হাতির জোলাপ।এই গাছটি বিরল। নির্দিষ্ট কয়েকটি জায়গায় আছে বাংলাদেশে এই গাছ। এই গাছটি বহু ঔষধি গুণ সম্পন্ন। 

নাগলিঙ্গম গাছ ;ছবি মো হাবিবুর রহমান