আসসালামু আলাইকুম,
আমী হাবিবুর রহমান।
আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সাইন্টিফিক নোটেশন নিয়ে।আমরা অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটরে মান নির্ণয়ের সময় আমাদের গাণিতিক ফলাফল আসে এবং শেষে৷ ×10 power -3 বা এই টাইপের মান আসে অর্থাৎ শুধু 3 হবে এমনটা না, 5 হতে পারে বা যে কোন ভ্যালু হতে পারে।নিচে দেওয়া ছবিটার মতো।
এই ক্ষেত্রে মানটা নরমাল মানে আনার জন্য আপনাকে প্রথম শিপ্ট বাটমে ক্লিক করতে হবে তারপর মুড বাটনে ক্লিক করতে হবে তারপর 8/৮ ক্লিক করবেন। তারপর ২ ক্লিক করবেন তারপর sd ক্লিক করবেন দেখবেন নরমাল মানে চলে আসচে ফলাফল।
ধন্যবাদ।