এইচটিএমএল ট্যাগ
![]() |
Html tag |
আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো Html tag নিয়ে। ট্যাগ হলো এক জোড়া কী ওয়ার্ড যার ভিতর এইচিটিএমএল কোর্ড গুলো লিখা হয়।বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে আলোচনা করা হলো।
<title> </title> এটা হলো টাইটেল ট্যাগ এই ট্যাগের মাঝে ওয়েব সাইটের টাইটেল লিখা হয়, ওয়েবসাইটের টাইটেলের পাশাপাশি বিভিন্ন ধরনের টাইটেল ও এই ট্যাগের মাঝে লিখা হয়।ওয়েব সাইটের টাইটেল লিখার জন্য এই ট্যাগ body tag এর উপর লিখা হয়।
heading tag যার মাধ্যমে হেডিং লিখা হয় ওয়েব সাইটের। hedaing মোট ৬ টা আছে,হেন্ডি ট্যাগ লিখা হয় নিম্নোক্ত ভাবে
<h1> </h1>
<h2> </h2>
<h3> </h3>
<h4> </h4>
<h5> </h5>
<h6> </h6>
h1 tag সবচেয়ে বড় হেডিং এভাবে আস্তে আস্তে ছোট হতে থাকবে h6 পর্যন্ত।
প্যারাগারাপ লিখার জন্য p ট্যাগ ব্যাবহার করা হয়।
<p> </p> এই ট্যাগের ভিতর বিভিন্ন তথ্য লিখা হয়।p ট্যাগ যেই লাইনে থাকবে ঐ লাইনে শুধু p ট্যাগের ভিতরের তথ্য গুলো থাকবে অন্য কোন তথ্য ঐ লাইনে থাকবে না অর্থাৎ সম্পূর্ণ লাইন এই ট্যাগের অধীনে থাকবে।
যদী আপনি চান এক লাইনে একাধিক তথ্য রাখতে চান তাহলে span ট্যাগ ব্যাবহার করতে পারেন <span></span>
কোন লিংক শেয়ার করার জন্য ওয়েব সাইটে ব্যাবহার করা হয় anchor tag <a> </a> এই ট্যাগের ওপেনিং ট্যাগে লিংক দেওয়া হয়,এবং মাঝে টাইটেল দেওয়া হয় যার লিং শেয়ার করছেন তার। <a href='learnwithhabiburrahman.blogspot.com '>Learn with Habib</a>
এখানে দেখে প্রথম ট্যাগের ভিতর আমার ওয়েব সাইটের লিংক দীছে href এর ভিতর, এরপর দুই ট্যাগের মাঝে আমার ওয়েব সাইটের টাইটেল দীছি অথবা যার লিংক শেয়ার করবেন ঐ লিংকের বিবরণ দীবেন।
এখন আপনি যদী চান ওয়েব সাইটে কোন ইমেজ শেয়ার করার জন্য তখন আপনি ব্যাবহার করবেন <img> এই ট্যাগটি। আর একটি কথা Html ট্যাগ ২ প্রকার
a)container tag
b)empty tag
a)এতোক্ষণ যে ট্যাগ গুলো নিয়ে আলোচনা করছি তা হলো কন্টেইনার ট্যাগ, অর্থাৎ যে ট্যাগের মাঝে কোন কিছু রাখা হয় তাকে কন্টেইনার ট্যাগ বলে।কন্টেইনার ট্যাগ হলো জোড়া ট্যাগ এর শুরু ও শেষ আছে।
b)empty ট্যাগ হলো সিঙ্গেল ট্যাগ,অর্থাৎ যার শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ নেই। যেমন <img>,<br>,<hr>
আপনি যদী আপনার লেখার মাঝে ফাকা রাখতে চান তাহলে <br> ব্যাবহার করবেন। আপনি যদী চান আপনার লিখা হাইলাইট করতে তাহলে আপনি bolt tag টা ব্যাবহার করতে পারেন। এই ট্যাগটি লিখা হয় <b> </b> এবং এর মাঝে আপনি যা বোল্ড করতে চান তা লিখবেন।
এখন আপনি যদী চান আপনার ওয়েব সাইটে ভিডিও শেয়ার করতে তাহলে আপনি ভিডিও ট্যাগ ব্যাবহার করতে পারেন।
<video width="320" height="240" ><source src="movie.mp4" type="video/mp4>
Your browser does not support the video tag.
</video>
ওয়েব সাইটে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও ট্যাগ ব্যাবহার করতে পারেন। ওপেনিং ভিডিও ট্যাগে আপনি চাইলে আপনার ভিডিও হাইট এবং উইডথ নির্ধারণ করতে পারেন,ভিডিও ট্যাগের মাঝে আরেকটি এমপটি সোর্স ট্যাগ ব্যাবহার করতে হবে।এই সোর্স ট্যাগে আপনার ভিডিও লিং শেয়ার করবেন এবং ভিডিও টাইপ।এরপর আপনি চাইলে ভিডিওর যাবতিয় তথ্য নিচে লিখতে পারেন।
আপনি যদী চান আপনার কোড সম্পর্কে কোন মন্তব্য করতে তাহলে আপনি html এ comment use করতে পারেন, <- এখানে আপনার কমেন্ট লিখবেন -> এই কমেন্ট কিন্তু আপনার ওয়েব সাইটে শো করবে না।