শুদ্ধ উচ্চারণ (১)


 ১ম ক্লাস 


শুদ্ধ উচ্চারণ 


স্বরবর্ণ - 

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ (এ্যা)


ব্যঞ্জনবর্ণ -

ক খ গ ঘ ঙ

চ ছ জ ঝ ঞ

ট ঠ ড ঢ ণ

ত থ দ ধ ন

প ফ ব ভ ম

য র ল শ ষ 

স হ ক্ষ ড় ঢ়

য় ৎ ং ঃ ঁ


*অল্পপ্রাণ ও মহাপ্রাণ 


 #যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর কম থাকে তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়।

যেমন - ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব, ড়


#যে ধ্বনিগুলো উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। 

যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ, ঢ়